15 June 2018

লালমনিরহাটের অসচ্ছল মুসলিমদের জন্য ঈদের ভিজিএফ বরাদ্ধে সচ্ছল হিন্দুদের নাম!



নিয়াজ আহমেদ সিপন, লালমনিরহাটঃ পবিত্র রমাদ্বান শরীফ ও ধর্মপ্রান মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ ও হতদরিদ্র পরিবারের জন্য বিশেষ ভিজিএফ চাল সচ্ছল হিন্দুদের মাঝে বিতরনের অভিযোগ উঠেছে।

শুক্রবার(১৫ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ভিজিএফের বিশেষ বরাদ্ধের চাল বিতরন করা হয়।

ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পুরো তালিকা জুড়ে একটি মুসলিম পরিবারের নাম আসেনি। ফলে এলাকার মুসলিম দুস্থ মানুষগুলো ফুষে উঠেছে। ঈদের আনন্দ তাদের জন্য বিষাদে পরিনত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, পবিত্র রমাদ্বান শরীফ ও ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে সরকারী ভাবে বিশেষ ভিজিএফ বরাদ্ধ দেয়া হয়। এ উপজেলার ৮টি ইউনিয়নের ১৭হাজার ৭৬১ টি পরিবারের মাঝে বিতরন করা হয়েছে এবং হচ্ছে। এর মধ্যে গোড়ল ইউনিয়নের ১৫৩৬ জন উপকার ভোগির মাঝে শুক্রবার সকাল থেকে এসব চাল বিতরন করা হচ্ছে।

মুসলিম দুস্থ পরিবারের অভিযোগ, এ ইউনিয়নের এক নং ওয়ার্ডের উপকারভোগি ৪১ জনের মধ্যে সবাই হিন্দু। ঈদের বিশেষ চাল হিন্দু পরিবারের মাঝে বিতরন করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম। ওই ওয়ার্ডে অসংখ্য দুস্থ মুসলিম পরিবার থাকলেও কেউ এ সুযোগ পাননি। মুসলিম পরিবারের বরাদ্ধ হিন্দুদের মাঝে বিতরন করায় এসব গ্রামের দুস্থ পরিবারগুলোর ঈদ আনন্দ বিষাদে পরিনত হয়েছে। ভেস্থে গেছে সরকারের পরিকল্পনা। শুধু এক নং ওয়ার্ডে নয় ৭৫ শতাংশ মুসলিম অধ্যাশিত ইউনিয়ন হলেও অর্ধেকাংশ চাল হিন্দুদের মাঝে বিতরন করা হয়।

নাম প্রকাশের অনিচ্ছুক গোড়ল ইউনিয়নের একজন স্কুল শিক্ষক জানান, বরাদ্ধ যাই আসুক। সবসময় এসব লোককে তিনি দিয়ে থাকেন। কারন এসব হিন্দু তাকে ছাড়া কাউকে ভোট দেন না। তাই ঈদের বিশেষ ভিজিএফে এসব হিন্দুর নাম রয়েছে। সারা ইউনিয়নে প্রায় চার শতাধিক হিন্দুর নাম তালিকা ভুক্ত হয়েছে ঈদের চালে। অথচ অনেক দুস্থ পরিবারে ঈদের আনন্দ বঞ্চিত হচ্ছে।


গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল ইসলাম বলেন, মাত্র দেড় থেকে দুইশত হিন্দু পরিবারের নাম রয়েছে। সরকারী চাল তাই হিন্দু মুসলিম সবাইকে দেয়া হয়েছে। এটা কোন অপরাধ নয়। প্রতি বছরই তিনি এমন ভাবেই ভিজিএফ বিতরন করেন। শুধু দুর্গাপুজায় ভিজিএফ দেয়া হয় মন্দিরে। কোন ব্যক্তিকে নয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান জানান, ভিজিএফ দুস্থ ও হতদরিদ্রদের জন্য। তবে এটা যেহেতু ঈদের বিশেষ ভিজিএফ সেহেতু মুসলিম পরিবারগুলো অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার কথা। তবে মুসলিমকে বঞ্চিত করে কেন হিন্দুদের দেয়া হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

0 facebook: