আন্তর্জাতিক
ডেস্কঃ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গো-হত্যার গুজব রটিয়ে কাশিম (৪৫) নামে এক নিরীহ মুসলিম
যুবককে গণপিটুনিতে হত্যা করেছে উগ্রপন্থী হিন্দুরা। ওই ঘটনায় সামেদ্দীন (৭৫) নামে অন্য
এক মুসলিম ব্যক্তিও গুরুতর আহত হয়েছেন।
গত সোমবার
দুপুরে পিলখুয়ার বছেড়া খুর্দ গ্রামের ওই ঘটনায় পুলিশ অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা
দায়ের করেছে। সংশ্লিষ্ট এলাকায় প্রবল উত্তেজনা থাকায় জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে
প্রচুর পুলিশ ও পিএসি বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গোলযোগপূর্ণ
এলাকায় ঘাঁটি গেঁড়ে রয়েছেন।
সামেদ্দীন
নামে এক কৃষক চাষ ছেড়ে নিজের গবাদি পশুর জন্য খাবার আনতে গিয়েছিলেন। এসময় তার জমিতে
একটি গরু ও বাছুর ঢুকে পড়লে সামেদ্দীন সেই গরু-বাছুরকে জমি থেকে তাড়াচ্ছিলেন। স্থানীয়
মানুষজন গো-হত্যার গুজব রটিয়ে দিলে এলাকার দুর্বৃত্তরা জড়ো হয়ে সামেদ্দীন (৭৫) ও তার
সঙ্গী কাশিম (৪৫) নামে দুই মুসলিম ব্যক্তিকে প্রচণ্ড মারধর করে। পুলিশ আহত অবস্থায়
দু’জনকে
হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসারত অবস্থায় মারা যান কাশিম। সামেদ্দীনের চিকিৎসা চলছে।
পুলিশ এ ব্যাপারের তদন্ত শুরু করলেও তার কতটুকু কি অগ্রগতি হবে তা নিয়ে অনেকে সন্দেহ
প্রকাশ করেছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
ভারত
0 facebook: