16 July 2018

আফগানিস্তানে মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৭


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানীতে একটি মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেনআহত হয়েছেন আরও ১২ জন পুলিশের মুখপাত্র হাশমাত স্তানিকজাই জানান, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের সামনে ওই বিস্ফোরণ ঘটেখবর: এএফপি

মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রাইদুন আজহান্দ বলেন, কর্মচারীরা অফিস থেকে বাড়ি ফেরার সময় একটি প্রবেশপথে বিস্ফোরণ ঘটায় হামলাকারীএতে সাতজন নিহত ও ১২ জন আহত হনহতাহতদের বেশিরভাগই মন্ত্রণালয়ের কর্মচারী

গত মাসখানেকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আফগানিস্তানের কোনো মন্ত্রণালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হলো গত ১১ জুন একজন আত্মঘাতী বোমা হামলাকারী আরেকটি মন্ত্রণালয়ের সামনে হামলা চালালে ১৩ জন নিহত ও ৩১ জন আহত হনআইএস ওই হামলার দায় স্বীকার করেছিল

সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে রেকর্ডসংখ্যক বেসামরিক মানুষ (১,৬৯২ জন) সন্ত্রাসী হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে২০০৯ সাল থেকে জাতিসংঘ হিসাব রাখা শুরু করার পর এবছরই আফগানিস্তানে সবচেয়ে বেশি বেসামরিক লোক নিহত হয়েছে


শেয়ার করুন

0 facebook: