ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দ্বি-খণ্ডিত হওয়ার কয়েক ঘণ্টা যেতে না যেতেই কাশ্মীরে দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের কুলগামে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুলগামের বোনিগাম গ্রামে দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তার একটি কুলগাম জেলার বিজেপির সাধারণ সম্পাদক আদিল আহমেদ গানাইয়ের। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।
প্রসঙ্গত, চূড়ান্ত উত্তেজনার মধ্যেই বিভক্ত হয়ে গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর (জম্মু-কাশ্মীর)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করা হয়। কাশ্মীর বিভক্ত হয়ে গড়ে ওঠা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের একটি হলো জম্মু-কাশ্মীর এবং অন্যটি লাদাখ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত
0 facebook: