06 March 2019

খুলনায় পাওয়া গেল ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার


স্বদেশবার্তা ডেস্কঃ খুলনার পাইকগাছায় পাওয়া গেল ১৮১৮ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারএ ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব-৬

গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ১৪১নং মালথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মালথ গ্রামের মৃত আব্বাস আলী সরদারের ছেলে সেলিম সরদার (৫০), একই গ্রামের শের আলী গাজীর ছেলে শামীম গাজী (৩৪) ও শ্যামনগর গ্রামের হোসেন গাজীর ছেলে হাবিবুর গাজী (৪০)

থানাসূত্রে জানা যায়, রাত ১০টার দিকে র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৪১নং মালথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে তিনজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে স্কুলের পাশে বটগাছের কাছে পানির মধ্যে থেকে সীমানা পিলারটি উদ্ধার করা হয়পিলারের গায়ে লেখা আছে- ১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি


শেয়ার করুন

0 facebook: