আন্তর্জাতিক
ডেস্কঃ ফিলিস্তিনের ২৮ বছর বয়সী নিদাল আবু আয়াশ নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে নিরাপত্তা হুমকি
হিসেবে বিবেচনা করে বিনাবিচারে বন্দি করে রেখেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
কোনো
ধরনের অভিযোগ ছাড়াই তাকে গত মাস ছয়েক ধরে আটক রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম
আল সাবাহ।
হেবরনের
কাছাকাছি বাইত উম্মার শহরের বাসিন্দা আবু আয়াশ পশ্চিমতীরের রামাল্লার কাছে ইসরাইলি
অফার কারাগারে আটক আছেন।
দেশটির
বেসরকারি সংস্থা প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটির আইনজীবী লুয়াই আক্কা জানিয়েছেন, তিনি
আবু আয়াশের সঙ্গে দেখা করেছেন।
তিনি
বলেন, কারাগারের
ওপর তলা থেকে আবু আয়াশ ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। কিন্তু অন্য বন্দিরা তাকে জোর করে
বিরত রাখেন।
এ আইনজীবী
বলেন, তার
চারপাশে কারা আছেন, সে
ব্যাপারে তিনি সতর্ক না। কয়েক মাস ধরে তিনি ঠিকমতো ঘুমাতে পারেন না। প্রয়োজনীয় চিকিৎসাও
পাচ্ছেন না তিনি। তার এখন বিশেষ চিকিৎসা দরকার।
আক্কা
বলেন, তার
অসুস্থতা সম্পর্কে ভালোভাবে জানার পরও ইসরাইলি কর্তৃপক্ষ তাকে নিরাপত্তা হুমকি হিসেবে
টার্গেট করেছে।
আইনগত
বিবেচনা ছাড়াই প্রতিহিংসাপরায়ণ নীতিগ্রহণ করেছে ইসরাইল বলে তিনি জানান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্মীয় বিদ্বেষ
0 facebook: