এ ঘটনায় জড়িত দুই পুলিশ কনস্টেবল আরিফ ও মামুনকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার শফিকুল ইসলাম। র্যাব-১০ সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আলী রেজা রাব্বী জানান, সোমবার গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোডে হারুন অর রশিদের বাড়ির পাঁচ তলায় অভিযান চালান তারা।
এ সময় একটি ফ্ল্যাট থেকে পাঁচ হাজার দুইশ’ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দুই লাখ আশি হাজার আটশ’ টাকাসহ নূপুর আক্তার নামে এক নারীকে আটক করেন তারা। তিনি জানান, ফ্ল্যাটটি ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবল আরিফ (২৮) কং নং-৫৫৭ ও কনস্টেবল মামুন (২৭) কং নং-৪৭৯ ব্যবহার করত। বাড়িটির মালিক হারুন অর রশিদ জানান, তারা এক বছর আগে তার কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নেন। ভাড়া নেয়ার সময় কনস্টেবল আরিফ নূপুরকে তার স্ত্রী বলে পরিচয় দেয়।
স্থানীয়রা জানান, পুলিশে চাকরির আড়ালে আরিফ ও মামুন ইয়াবা বিক্রি করত। স্থানীয় মাদকসেবীরা তাদের নিয়মিত খদ্দের ছিল। তারা আরও জানান, নূপুর আসলে আরিফের স্ত্রী নয় যৌনকর্মী। বাসায় তাকে দিয়ে ব্যবসাও করাত তারা। তাদের ভয়ে স্থানীয়রা কিছু বলতে পারতেন না।
বিষয়টি নিয়ে জানতে চাইলে, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুই কনস্টেবলের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের ক্লোজ করা হয়েছে। এ ব্যাপারে অধিকতর তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। র্যাব-১০ এর পরিদর্শক মো. নিজামউদ্দিন শেখ বাদী হয়ে সোমবার রাতে গজারিয়া থানায় একটি মামলা করেছেন।
খবর বিভাগঃ
অপরাধ
জেলা সংবাদ
0 facebook: