16 February 2019

পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবেঃ সৌদি ও আমিরাতকে ইরানের হুঁশিয়ারি


আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের পক্ষে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য  সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে।

আজ (শনিবার) তিনি জোর দিয়ে বলেন, গত বুধবার ইরানের সিস্তান-বালুচিস্তানে আইআরজিসি’র সদস্যদের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তার বিরুদ্ধে তেহরান চূড়ান্ত জবাব দেবে। এ অঞ্চলের ষড়যন্ত্র ও প্রতিক্রিয়াশীল সরকারগুলো বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিষয়ে ইরানের ইসলামি সরকার যে ধৈর্যের পরিচয় দিয়ে আসছে তা শেষ হয়ে যাবে এবং অবশ্যই ইরান পাল্টা পদক্ষেপ নেবে। সৌদি আরব ও আমিরাত ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার নির্দেশে কাজ করে বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া, বুধবারের হামলায় জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনের নিন্দা করে তিনি এ গোষ্ঠীর প্রতি ইসলামাবাদের অনুসৃত নীতির পরিবর্তনের আহ্বান জানান। জেনারেল জাফারি বলেন, ইসলামি বিপ্লব-বিরোধী এ গোষ্ঠীর প্রতি পাক সরকারের সমর্থন রয়েছে এবং এদের আস্তানা কোথায় ইসলামাবাদ তা জানে।

গত বুধবার ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় আইআরজিসি’র ২৭ সদস্য শহীদ ও ১৩ জন আহত হয়েছেন। সন্ত্রাসী গোষ্ঠী জেইশে জুলম ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। এ গোষ্ঠীটি সালাফি ও ওহাবি মতবাদে বিশ্বাসী এবং সিরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি এ গোষ্ঠীটির সমর্থন-সহযোগিতা রয়েছে। এ গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সম্পর্ক রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।


শেয়ার করুন

0 facebook: