02 March 2019

এখন আওয়ামীলীগ ওটা পুলিশ-লীগের অঙ্গসংগঠনঃ মান্না


স্বদেশবার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ ৩০ ডিসেম্বরের নির্বাচনে অপমানের জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

তারা বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে জলাঞ্জলি দিচ্ছে আওয়ামী লীগ।

গতকাল শুক্রবার (১ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা।

এসময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ নামের যে সংগঠন স্বাধীনতা যুদ্ধের এতবড় ইতিহাস রচনা করেছিল, এই সংগঠনের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই আওয়ামী লীগ এখন বাংলাদেশে বিরাজ করে না। এখন যে আওয়ামী লীগ আছে ওটা পুলিশ-লীগের অঙ্গসংগঠন।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ৩০ তারিখে জনগণকে অপমান করেছে। আর গতকালকে জনগণ থাপ্পড় মেরেছে মুখের মধ্যে। অপমানের প্রতিবাদ করেছে থাপ্পড় মেরে।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে নেবো, সংবিধানের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করবো, যে ঐক্যের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল, সেই ঐক্যের ভিত্তিতে এই দেশকে আমরা শাসন করবো।


শেয়ার করুন

0 facebook: