08 April 2019

ইস্টার সানডে উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে শবে বরাতের ছুটি আগামী ২২ এপ্রিল!!!


স্টাফ রিপোর্টঃ খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগামী ২১ এপ্রিল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই ছুটি ঘোষণা করে। এই ছুটি ঘোষনার মধ্য দিয়ে বাংলাদেশের খ্রিস্টান  ধর্মাবলম্বীদের একটি নৈতিক দাবি বাস্তবায়নের আলো দেখলো।

অপরদিকে পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল (রোববার) পালিত হবে। এ উপলক্ষে আগামী ২২ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। শবে বরাতের তারিখ নির্ধারণে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল (শনিবারের) সভা শেষে এ তথ্য জানায়।

শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

ফলে শবে বরাতের ছুটি ২১ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল এবং ইষ্টার সানডের ছুটি ২১ এপ্রিল নির্ধারিত করা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: