08 April 2019

রোজায় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণের সুপারিশ


স্বদেশবার্তা ডেস্কঃ রোজায় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এ ক্ষেত্রে কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয় সভা করে সমস্যা সমাধানেরও পরামর্শ দিয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালমুক্ত খাদ্য অভিযান জোরদার করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়। এছাড়া ধান, গম ও অন্যান্য খাদ্যশস্যের সরকারি ধার্যমূল্য যাতে কৃষক পান সে জন্য তদারকি জোরদার করতে পরামর্শ দেয়া হয়। একই সঙ্গে বিদেশি চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।

কমিটি পরামর্শ দিয়েছে, দেশে যাতে কোনো ধরনের কৃত্রিম খাদ্য সংকট তৈরি না হয় সেজন্য চালের যে হিসাবের কথা বলা হয় গুদামে চালের সেই পরিমাণ মজুদ আছে কি না বা সরবরাহ করা হচ্ছে কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখতে হবে।


শেয়ার করুন

0 facebook: