18 December 2017

লালমনিরহাটে বিএনপির শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগ দিলেন

স্বদেশবার্তা ডেস্কঃ লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগে যোগদান করেছেন

রোববার সন্ধ্যায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান বিএনপির শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-কুড়িগ্রাম নারী আসনের সাংসদ ও লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান

আওয়ামী লীগে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ফিরোজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি

এ বিষয়ে লালমনিরহাট জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, ফিরোজুর রহমান র্দীঘ দিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় নয়বর্তমানে তিনি জেলা বিএনপির কোনো কমিটিতে নেই


শেয়ার করুন

0 facebook: