স্বদেশবার্তা ডেস্কঃ লালমনিরহাট
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান শতাধিক নেতাকর্মীসহ আওয়ামী লীগে যোগদান
করেছেন।
রোববার
সন্ধ্যায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী)
আসনের সাংসদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুলের
তোড়া দিয়ে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান বিএনপির শতাধিক কর্মীকে সঙ্গে
নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময়
উপস্থিত ছিলেন লালমনিরহাট-কুড়িগ্রাম নারী আসনের সাংসদ ও লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী
লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আওয়ামী
লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক,
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।
আওয়ামী
লীগে যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ফিরোজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে
আমরা আওয়ামী লীগে যোগদান করেছি।
এ বিষয়ে
লালমনিরহাট জেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, ফিরোজুর রহমান র্দীঘ দিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় নয়। বর্তমানে তিনি জেলা
বিএনপির কোনো কমিটিতে নেই।
খবর বিভাগঃ
জাতীয়
বিভাগীয় সংবাদ
রংপুর বিভাগ
রাজনীতি
0 facebook: