05 April 2019

আফগানিস্তানে ভারী বর্ষণ-বন্যায় ৭ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভারী বর্ষণ ও বন্যায় অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে।

প্রদেশটির কেন্দ্রীয় দুর্যোগ ও ত্রাণ পরিচালক সাইদ হামিদ মোবারেজ জানিয়েছেন, বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় আকস্মিক বন্যায় দু’টি গাড়ি ভেসে যায়। এতে গাড়িতে থাকা আটজনের মধ্যে একজন আহত হলেও বাকি সাতজন নিহত হন।

প্রচণ্ড তুষারপাতের কারণে আফগানিস্তানে বন্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এর আগে মার্চে হেরাত প্রদেশেই বন্যায় পাঁচ শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছিল। সেসময় ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েকশ’ বাড়িঘর। আর মারা গিয়েছিল বহু গবাদি পশু। ২০১৯ সালে দেশটিতে ভারী বর্ষণ ও বন্যায় এ নিয়ে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে।


শেয়ার করুন

0 facebook: