22 September 2019

সৌদি আরবের অনুরোধে আমেরিকার সেনা মোতায়েন পবিত্র ভূমিতে


আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি আরবের অনুরোধে এবার দেশটিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও সেনা মোতায়েন করবে মার্কিন প্রশাসন। তবে দেশ দুইটিতে কতজন সেনা মোতায়েন করা হচ্ছে তা উল্লেখ করা হয়নি। খবর বিবিসির।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বাড়তি সেনাসদস্য এবং সামিরক সরঞ্জাম মোতায়েন করা হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এই ঘোষণা দেয়।

সে জানান, দেশ দুইটির অনুরোধের প্রেক্ষিতেই তাদের সহায়তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সে আরো জানায়, সৌদি ও আরব আমিরাতের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। তবে সেসময় সে সামরিক দ্বন্দ্ব এড়ানোর ইঙ্গিত দেয়।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। এতে করে সৌদির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ হামলার দায় স্বীকার করে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। তবে এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।


শেয়ার করুন

0 facebook: