15 February 2018

খালেদা জিয়ার রায়ের কপি মিলতে পারে আজ


স্বদেশবার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি আজ বৃহস্পতিবার হাতে পেতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা

আজ বৃহস্পতিবার রায়ের সার্টিফায়েড কপি হাতে পেলে পরবর্তী কর্মদিবস রবিবার আপিল করা হবে বলে জানিয়েছেন খালেদার আইনজীবীরা

এর আগে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, 'ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ডা. মুহম্মদ আখতারুজ্জামানের আদালতের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, কপি তৈরির কাজ শেষ পর্যায়েবুধবার বিকেল ৪টা নাগাদ তা আইনজীবীদের দেওয়া যাবে' কিন্তু গতকাল বিকেল পর্যন্ত রায়ের কপি তৈরির কাজ শেষ না হওয়ায় তা খালেদার আইনজীবীদের হাতে দিতে পারেননি কর্তৃপক্ষ

তবে গতকাল থেকে খালেদার সঙ্গে কারাগারে তার গৃহপরিচারিকা ফাতেমাকে থাকার অনুমতি দেয় কর্তৃপক্ষ

এদিকে একটি মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করেনি আদালতগতকাল ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ আবেদন করেনশুনানি শেষে আদালত বাদীর আবেদনটি গ্রহণ না করে আগামী ১৪ মার্চ গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল করার জন্য দিন ধার্য করেনএদিন কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য দেখা করতে চেয়ে বিফল হয়েছেন চিকিৎসকরাগতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের আবেদন জানান সাত চিকিৎসকতবে কারা কর্তৃপক্ষ তাদের সাক্ষাতের অনুমতি না দিয়ে প্রয়োজনে ডাকা হবে বলে জানিয়ে দেয়

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মুহম্মদ আখতারুজ্জামানরায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়


মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালতএঁদের মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক


শেয়ার করুন

0 facebook: