![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করে সিলেট থেকে
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার সিলেটে যাচ্ছেন।
বেসরকারি যমুনা
টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শেষ
দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে সিলেট সহ ছয় সিটি কর্পোরেশনে নির্বাচন
অনুষ্ঠিত হবে। এ দুই নির্বাচন সামনে রেখে
মঙ্গলবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরানের রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে সিলেট থেকে
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা
ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
সফরকালে বেশ
কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার। প্রতিবেদনে বলা হয়, সিলেট সিটি নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে নানা
প্রত্যাশা দলীয় সম্ভাব্য প্রার্থীদের। কে হবেন আওয়ামী লীগের প্রার্থী তা নিয়েও হয়তো ধারণা পাবে দল।
এদিকে
প্রধানমন্ত্রীর সিলেট সফর নির্বিঘ্ন ও সফল করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী এবং দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
0 facebook: