22 February 2018

কক্সবাজারে লাখো পর্যটক মাতৃভাষা দিবসের ছুটিতে


স্বদেশবার্তা ডেস্কঃ শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণী পেশার দেশী-বিদেশী পর্যটকে ভরপুর এখন কক্সবাজার। বসন্তের শুরুতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সৈকতে২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটিতে এখন লাখো পর্যটকের পদভারে মুখরিত পর্যটন শহর কক্সবাজারসাথে আছে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটিপর্যটন এলাকার ছোট-বড় অর্ধসহস্রাধিক আবাসিক হোটেল-মোটেল, গেস্ট হাউস, কটেজের কক্ষ অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় হোটেল মোটেল ও পর্যটন ব্যবসায়ীরা দারুণ খুশীপাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় বরাবরই কক্সবাজারের আইন শৃঙ্খলা স্থিতিশীল থাকায় ভ্রমণকারীরাও কক্সবাজার এসে খুশী

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি ওমর সোলতানের মতে, শহরের আবাসিক হোটেল, গেস্ট হাউস, কটেজ ও সরকারী রেস্ট হাউসে প্রায় লক্ষাধিক মানুষের রাত যাপনের সুবিধা রয়েছেতার মতে বছরের শুরুতে তারা যেমনটি আশা করেছিলেন এবারের পর্যটন মৌসুম ভাল যাবেএ অবস্থা বছরের শেষ দিনগুলোতে এবং নতুন বছরের শুরুতে লাখো পর্যটকে মুখর রয়েছে কক্সবাজার

এদিকে রোহিঙ্গা ইস্যুতে গতবছরের আগষ্ট মাস থেকে দেশে-বিদেশে নতুনভাবে পরিচিতি পেয়েছে কক্সবাজারএতে করে শুধু ভ্রমণকারী নয় দেশী-বিদেশী ভি ভিআইপি, ভিআইপি, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা ও কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের নিয়মিত যাতায়াতের স্থান এখন কক্সবাজারএতে করে একদিকে বেড়েছে কক্সবাজারের গুরুত্ব, চাঙ্গা হয়েছে কক্সবাজারের অর্থনীতিঅপরদিকে স্থানীয়দের বেড়েছে নানা দূর্ভোগ ও ভোগান্তি

কক্সবাজারের গুরত্ব বাড়ায় ঢাকার পরিবর্তে অনেক আন্তর্জাতিক সম্মেলনও অনুষ্ঠিত হয়ে থাকে কক্সবাজারেবেড়ানোর সুবাদে বড় বড় কোম্পানী গুলোর জিএম, এ জিএমও এখন হয়ে থাকে কক্সবাজারেকক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর জ্যেষ্ঠ সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, কাজের ভারে ঝিমিয়ে পড়া মানুষ একটু প্র্রশান্তির খোঁজে প্রতি বছর পর্যটন মৌসুমে ভিড় করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারেএবছরও এর ব্যতিক্রম নয়ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সুত্রে জানাগেছে, বসন্তকালীন এই ছুটিতেও পর্যটকে টুইটুম্বুর হতে যাচ্ছে কক্সবাজার
কক্সবাজারের তারকা হোটেল ওশান প্যারাডাইসের পরিচালক সুত্রে জানাগেছে, একটি কোম্পানি বার্ষিক কনফারেন্সর জন্য গত বছর থেকে হোটেলের ৭০ শতাংশ রুম বুকিং দিয়ে রেখেছিলসৈকত পারের তারকা হোটেল কক্স টু ডে সুত্রে জানাগেছে, তাদের হোটেলে কোন কক্ষ খালি নেইপ্রায় একই অবস্থা কলাতলীর তারকা হোটেল সী-গাল, সাইমন বীচ রির্সোট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, লং বীচসহ তারাকা মানের হোটেলগুলোর অবস্থা একই বলে জানাগেছেমাঝারি হোটেল গুলোতে রুম পাওয়ার তো কথাই নেই

মৌসুমের শুরু থেকেই পর্যটক টানতে বিভিন্ন পর্যটন স্পট নিজ উদ্যোগে সাজান ব্যবসায়ীরাকক্সবাজারের সমুদ্র সৈকত, ইনানি, সেন্টমার্টিন, হিমছড়ি, সোনাদিয়া, মহেশখালীর আদিনাথ মন্দির, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক, কুদুম গুহাসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতেও নতুন সাজ রয়েছে পর্যটক আকর্ষণেএবার পর্যটকদের জন্য কক্সবাজারে বাড়তি আনন্দ যোগ করেছে শহরের ঝাউতলায় প্রতিষ্ঠিত রেডিয়েন্ট ওর্য়ালাড ফিস এর সী এ্যকুরিয়ামএখানে রাত দিন লেগেই থাকে হাজারো পর্যটক

সেন্টমার্টিন দ্বীপের স্থায়ী বাসিন্দা সাংবাদিক ছিদ্দিকুর রহমান ও হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, ডিসেম্বরের শুরু থেকে প্রবালদ্বীপে পর্যটক আগমন বেড়েছেমাতৃভাষা দিবসের ছুটিতেও পর্যটক বেড়েছেপ্রতি শুক্রবার থেকে রোববার পর্যন্ত এখানে পর্যটক সমাগম হয় বেশীএদিকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এইচ এম রায়হান কাজেমীতিনি বলেন, আবাসিক হোটেলসমূহ সিসিটিভি ক্যমেরার আওতায় নেয়া হয়েছে
তবে খোঁজ নিয়ে জানাগেছে, হোটেল মোটেল রেষ্টুরেন্ট গুলোতে গলাকাটা বাণিজ্যের কারণে নিয়মিত প্রতারিত হচ্ছেন পর্যটকরাকক্সবাজারের ব্যবসায়ীদের এই মানসিকতা পরিহার করা দরকার বলে মন্তব্য করেছেন কয়েকজন পর্যটকঢাকা-কক্সবাজার পরিবহণ সংস্থা গুলোতে খবর নিয়ে জানাগেছে, বেশ আগে থেকেই ভ্রমণকারীরা অগ্রীম টিকেট বুক করে রেখেছে মাতৃভাষা দিবসের ছুটিতে কক্সবাজার ভ্রমণের জন্যকক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের মতে, পর্যটকদের হয়রানি বন্ধে হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেয়া আছেএসব তদারকিতে মাঠে রয়েছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট নিয়ে ভ্রাম্যমাণ আদালততার পরেও ব্যবসায়ীরা অনেক সময় এগুলো মানতে চায় নাতবে অভিযোগের ভিত্তিতে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে


শেয়ার করুন

0 facebook: