28 August 2018

মিসরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্কঃ মিসরের কায়রোতে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচজন নিহত হয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার সকালে কায়রোর দক্ষিণাঞ্চলে অভিযানের সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে অস্ত্রধারীরা। পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় পাঁচজন। পরে ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অস্ত্রধারীরা কোন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ত্রধারী গোষ্ঠীদের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে মিশরে এ পর্যন্ত প্রায় ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে।


শেয়ার করুন

0 facebook: