লেবানন-ইসরাইল সীমান্ত |
আন্তর্জাতিক
ডেস্ক।। লেবানন সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে চলাচল না করতে ইহুদি উপশহরবাসীদের
প্রতি আহ্বান জানিয়েছে অবৈধ
দখলদার ইসরাইলের সেনাবাহিনী। হিজবুল্লাহ প্রতিশোধমূলক হামলা চালাতে
পারে এই ভয়ে ইসরাইলি সেনাবাহিনী এ নিষেধাজ্ঞা জারি করেছে।
তারা
বলেছে, জরুরি
প্রয়োজন ছাড়া লেবানন সীমান্তের আশেপাশে যাওয়া যাবে না। লেবাননের দক্ষিণ বৈরুতের যাহিয়া
এলাকায় গত রোববার ড্রোন হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল।
একই দিন
সিরিয়ায় দামেস্কের দক্ষিণে ইসরাইলি যুদ্ধ
বিমানের হামলায় শহীদ হন দুই হিজবুল্লাহ সেনা। এরপরই হিজবুল্লাহ
মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইলি
হামলার জবাব দেওয়া হবে এবং দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলের ইহুদিবাদীরা আর শান্তিতে ঘুমাতে
পারবে না।
ইসরাইলি
দৈনিক হারেৎজ লিখেছে, হিজবুল্লাহর
হুমকিতে ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রতিরোধ সংগ্রামীদের
প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সামরিক বাহিনী নানা সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
মধ্যপ্রাচ্য
0 facebook: