![]() |
আন্তর্জাতিক ডেস্ক।। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এ হামলায় অন্তত ৬৩ জন গুরুতর আহত হয়েছে। যাদের মধ্যে কমপক্ষে ৩২ জনের ওপর সরাসরি গুলি লাগায় হামলায় আরও বেশ কিছু লোকের মৃত্যু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে রাফায় ইহুদিবাদী দখলদার এই রাষ্ট্রটির বিরুদ্ধে চলমান আন্দোলনে আচমকা গুলি বর্ষণ শুরু করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এবারের হামলায় সাহির ইভাদুল্লাহ নামে ২০ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণের করুণ মৃত্যু হয়। তাছাড়া আন্দোলনে অন্তত ৬৩ জন গুরুতর আহত হয়েছে। যাদের মধ্যে কমপক্ষে ৩২ জনের ওপর সরাসরি গুলি চালানো হয়।
ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি, ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো তরুণের লাশ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। তাছাড়া সকল হতাহতকে চিকিৎসার জন্য ইতোমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের শরীরে গুলি লাগায় হামলায় আরও বেশ কিছু লোকের মৃত্যু হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
ফিলিস্তিন
0 facebook: