16 April 2018

কমোডের ভেতরে নবজাতকের মৃতদেহ!


স্বদেশবার্তা ডেস্কঃ কমোড পরিষ্কার করতে গিয়ে পাওয়া গেল নবজাতকের মৃতদেহ! এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতের কেরালায়

কেরালার পালাকাড্ডে আবদুল রহমান নামের এক ডাক্তার নিজে একটি ক্লিনিক চালানশনিবার তিনি নিজের ক্লিনিকের বাথরুমে যাওয়ার আগে পরিচ্ছন্নকর্মীকে সেটি পরিষ্কার করতে বলেন

কিন্তু পরিচ্ছন্নকর্মী কমোড পরিষ্কার করতে গিয়ে হতভম্ব হয়ে যানতিনি কমোডের মধ্যে এক নবজাতককে দেখতে পানসঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়া হয়পুলিশের ধারণা, ওই চিকিৎসকের ক্লিনিকে সম্প্রতি কোনো দম্পতি এসেছিলেনওই ক্লিনিকের বাথরুমে সন্তান প্রসব করে কমোডে শিশুটিকে ফেলে রেখে দেনফলে শিশুটির মৃত্যু হয়তবে পুরো বিষয়টি কখন কীভাবে ঘটেছে তা কেউ বুঝতে পারেনি

এদিকে এ ঘটনায় পুলিশের সন্দেহ হাসপাতাল কর্মীদের দিকেশিশুটির কান্নার আওয়াজ কী করে কেউ পেল না তা নিয়ে সন্দিহান পুলিশসদ্যোজাতের বয়স দুদিন বলে প্রাথমিকভাবে অনুমান করেছে পুলিশইতিমধ্যে ওই দম্পতির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশকন্যাসন্তানটির দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছেসূত্রঃ যুগান্তর


শেয়ার করুন

0 facebook: