স্বদেশবার্তা ডেস্কঃ আজকে ৬-৫৯ মাস বয়সী ২ কোটি ২১ লাখ শিশুকে
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম
এ তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ
তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন,
‘শিশুরা স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল
খাবে। একটি শিশুও বাদ যাবে না। এজন্য ফেরিঘাট, লঞ্চঘাট, বাস স্টেশন, রেল স্টেশন, বঙ্গবন্ধু
সেতু, দাউদকান্তি
সেতু, মেঘনা
সেতুসহ অন্যান্য অস্থায়ী কেন্দ্রের মাধ্যমেও এ ক্যাপসুল খাওয়ানো হবে।’
মন্ত্রী
মা-বাবাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের সন্তানকে টিকাকেন্দ্রে নিয়ে
আসুন। তাদের রোগ প্রতিরোধে সহায়তা করুন।’ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ১২-৫৯
মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে একটি
করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী প্রায় ২৬ লাখ শিশুকে খাওয়ানো
হবে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল। প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রের
মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রোহিঙ্গাদের
কারণে পোলিও ছড়ানোর আশঙ্কা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পোলিও
আমরা নির্মূল করেছি। ভয় পাই কখন না আবার পোলিও ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে ডিপথেরিয়া রোগী
আছে। ওরা যে রোগগুলো নিয়ে এসেছে এগুলো যেন ছড়িয়ে না পড়ে। আমরা ইউনিসেফের সহায়তায় রোহিঙ্গাদের
সেবা দিচ্ছি এবং এদের আমরা আবার নিজ দেশে ফেরত পাঠাব।’
প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠানো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কখনও
শুনেছেন একজন সাবেক প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠায়। আগামী
নির্বাচনে আপনাদের (বিএনপিকে) লাল নোটিশ দেওয়া হবে।’
এদিকে
বিকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সুপ্রিম কোর্টের বার কাউন্সিল অডিটোরিয়ামে
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন। তিনি বলেন,
দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবারো
ক্ষমতায় আনতে হবে।
0 facebook: