স্বদেশবার্তা ডেস্কঃ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাজশাহীর
গোদাগাড়ী সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে আহত করেছে।
সোমবার দিবাগত
রাত ২টার দিকে উপজেলার খরচাকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার
দেওপাড়া ইউনিয়নের বিয়ানাবোনা গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মিজানুর রহমান মিজান (২৫)
ও রসুল আলীর ছেলে নিশান আলী (২২)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজনরা
জানান, গভীর রাতে খরচাকা সীমান্ত এলাকার পদ্মা নদীতে নৌকা
নিয়ে মাছ ধরতে যায় ওই দুই যুবক। এর পর নৌকা থেকে তাদের ধরে বালুচরে নিয়ে গিয়ে লাঠি ও রাইফেল দিয়ে রাতভর পিটিয়ে
আহত করে বিএসএফ সদস্যা। পরে ভোরে তাদের ছেড়ে দেয়া হয়। পরে ওই দুই যুবক নদীপাড়ে এলে
স্থানীয়রা বাড়ির লোকজনদের খবর দেন।
বিজিবি-১ ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ বলেন, হাসপাতালে আহতদের খবর নেয়া হয়েছে। এ ব্যাপারে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।
খবর বিভাগঃ
জাতীয়
বিভাগীয় সংবাদ
রাজশাহী বিভাগ
0 facebook: