![]() |
প্রতিকি ছবি |
আন্তর্জাতিক ডেস্কঃ এক মাসে ৭০ হাজারেরও বেশি ওয়েবসাইট ব্লক করেছে ইন্দোনেশিয়ার সরকার নেগেটিভ
কনটেন্ট, পর্নোগ্রাফী ও উগ্রবাদী অাদর্শ প্রচারের অভিযোগে।
ব্রিটিশ সংবাদ
সংস্থা রয়টার্স দেশটির যোগাযোগ মন্ত্রী রুধিয়ানতারার বরাত দিয়ে এক প্রতিবেদনে
জানিয়েছে, ক্ষতিকর কনটেন্ট, উগ্রবাদী আদর্শ ও পর্নোগ্রাফী প্রতিরোধে দেশটিতে একটি নতুন পদ্ধতির চালুর পর
একমাসের মধ্যে ৭০ হাজারেরও অধিক ওয়েবসাইট বন্ধে সক্ষম হয়েছে জাকার্তা।
বিশ্বের
সবেচেয়ে বেশি সংখ্যক মুসলিম নাগরিকের দেশটিতে বহুল কথিত 'ক্রাউলিং সিস্টেম' প্রয়োগের মাধ্যমে সাইট গুলো
ব্লক করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
সিস্টেমটি গত
জানুয়ারিতে রাষ্ট্র পরিচালিত 'টেলিকোমনিকেশি ইন্দোনেশিয়া'
কর্তৃক উন্মোচন করা হয়। ৪৪টি সার্ভারের সহায়তায় এসব নেগেটিভ কনটেন্ট আপলোড করা মাত্রই ব্লক করে দেয় 'ক্রাউলিং সিস্টেম'। এ পদ্ধতিটি বাস্তবায়নে দেশটির ১৫
মিলিয়ন ডলার ব্যয় হয়েছে ইন্দোনেশিয়া সরকারের।
রুধিয়ানতারা
বলেন, 'আমরা কিছু শব্দ প্রয়োগের মাধ্যমে ২০১৭ সালে ৮ লাখ
সাইট ব্লক করেছি। যার ৯০ শতাংশই ছিল পর্ন সাইট। আর এ বছরের জানুয়ারিতে ৭২ হাজার
৪০৭টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
লাইফস্টাইল
0 facebook: