স্বদেশবার্তা ডেস্কঃ নানা
অজুহাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যেতে টালবাহানা করছে বিএনপি- এমন
মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদেরের।
তিনি
বলেছেন, বিএনপির কাজকর্ম দেখে, তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে- তারা নির্বাচন থেকে সরে
যাওয়ার কৌশল খুঁজছে। এ জন্য
তারা নানা ছল-চাতুরীর আশ্রয় নিচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর শনিরআখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
নির্মিত ফুটওভারব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
খালেদা
জিয়ার রায় নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলার রায় এখনও হয় নাই। আগেই তারা রায় কী হবে, বলে দিচ্ছেন। বিরুদ্ধে
গেলে তারা আন্দোলন করবেন। বিলাসবহুল হোটেলে বসে তারা জনগণের জন্য আন্দোলন কর্মসূচি
ঘোষণা করবেন। খালেদা
জিয়ার মামলার রায় ঘিরে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই বলেও জানান কাদের।
তিনি
বলেন, কর্মসূচি দিয়ে আমরা মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়াতে চাই না। তবে জনগণের জানমাল রক্ষায় আমরা সতর্ক থাকব। বিশৃঙ্খলা হলে জনগণই সমুচিত
জবাব দেবে। এ সময় গ্রেফতারের নামে কাউকে
হয়রানি না করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে বলে জানান মন্ত্রী। আমি দু-একটা পত্রিকায় দেখলাম, গ্রেফতারের নামে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। তাকে বললাম যেন এটা কোনো
অবস্থায়ই না হয়।
ফুটওভারব্রিজ
ব্যবহারে জনগণের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এ দুটি ফুটওভারব্রিজ নির্মাণ করা
হয়েছে। ফুটওভারব্রিজের দাবি করা হলেও
জনগণ পরে তাতে আর উঠতে চায় না। এগুলো অব্যবহৃত পড়ে থাকে। দেখা যায় কাছেই ফুটিওভারব্রিজ, কিন্তু নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে। জনগণকে সচেতন হতে হবে। আইন করে ‘ভিআইপি কালচার’ও পরিবর্তন করা যাবে না মন্তব্য করে এ জন্য মানসিকতা
পরিবর্তনের ওপর জোর দেন কাদের। তিনি বলেন, যাদেরকে আমাদের দেশে ভিআইপি
বলা হয়, তারা উল্টোপথে চলতে অভ্যস্ত।
হুটার
ব্যবহার করা, জোর করে রাস্তা ব্যবহার করা, উল্টোপথ দিয়ে যাওয়ার জন্য পুলিশকে বাধ্য করা, এটা আমাদের ভিআইপি কালচার। জনগণের মনমানসিকতা পরিবর্তন করতে হলে আমরা যাদের ভিআইপি বলি, তাদের মানসিকতায় পরিবর্তন দরকার। বিএনপির জাতীয় কমিটিকে ‘জ্যাম্বো জেট মার্কা’ কমিটি আখ্যায়িত করে কাদের
বলেন, তাদের আর ছোটখাটো হোটেলেও জায়গা হচ্ছে না। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট বা
কোথাও তাদের জায়গা হচ্ছে না, তারা ৫০০ লোক কোথায় বসাবে? ৫০০ জনকে বসাতে হলে তো লা মেরিডিয়ানের মতো হোটেলেই যেতে হবে।
0 facebook: