নবগঠিত এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ইআরএবি) একটি প্রতিনিধি দল আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা দূর করতে মন্ত্রণালয় কাজ করছে। তাদের গুনগত মান বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির ক্ষেত্রেও সুবিচার নিশ্চিত করা হবে।
ইআরএবি’র ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান খান এবং সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এ সময় উপস্থিত ছিলেন।
নাহিদ বলেন, সবার সহযোগিতায় শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ‘আমরা সব সময় পেয়ে আসছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা চাই’।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: