আগুনে সর্বস্ব হারিয়েছেন, গুলশান ডিএনসিসি কাঁচা বাজারের বেশ কয়েকজন দোকান মালিক। গণমাধ্যমে সেসব জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আগুন লাগার ঘটনা ঘটে। স্টেশনারী দোকানে পারফিউমের মতো দাহ্য পদার্থ থাকায় আগুনের ব্যাপকতা বাড়ে।
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় প্রায় তিনঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) মো. শামিমকে প্রধান করে গঠিত এ কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সূত্রঃ চ্যানেল24
0 facebook: