15 August 2019

মুসলিম পেহলু খান হত্যা মামলার ৬ উগ্রহিন্দু খুনিকেই বেকসুর খালাস দিল ভারতীয় আদালত


আন্তর্জাতিক ডেস্ক।। বাজার থেকে গরু কিনে নিয়ে বাড়ি যাবার পথে রাজস্থানের আলওয়ারে পরিকল্পিতভাবে আক্রমণের শিকার হয়ে শহীদ হওয়া পেহলু খান হত্যা মামলার অভিযুক্ত ৬ দোষীকেই বেকসুর খালাস করে দিয়েছে ভারতীয় আদালত। বুধবার আলওয়ার আদালতের অতিরিক্ত জেলা বিচারক এই রায় দেয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১লা এপ্রিল জয়পুরের একটি পশুমেলা থেকে গোরু কিনে নিজ বাড়ি হরিয়ানা ফিরছিলেন পেহলু খান ও তার ৬ সঙ্গী। তারা রাজস্থানের আলওয়ারের কাছাকাছি আসতেই গোরক্ষকদের হাতে আক্রান্ত হন। কথিত গরু পাচারকারীর তকমা লাগিয়ে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসীরা গণধোলাই দেয় পেহলু খানকে। ঘটনার দুদিন পরেই একটি হাসপাতালে তিনি শহীদ হোন।

পেহলু খানকে হত্যার পর দেশজুড়ে গণপিটুনির বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠলেও উল্টে গরু পাচারের অভিযোগে পেহলু খান ও তার ছেলেদের বিরুদ্ধেই মামলা দায়ের করে উগ্রহিন্দুত্ববাদী পুলিশ। তারপরেই টানা দুবছর চলে বিচার প্রক্রিয়া। ঘটনায় শহীদ হওয়া ব্যক্তির দুই সন্তান সহ ৪০ জনেরও বেশি ব্যক্তি এই মামলায় বিচারকের কাছে মামলার সাক্ষ্যদান করেন। অবশেষে বুধবার সেই মামলার রায়ে খুনিদের বেকসুর খালাস দিল ভারতীয় উগ্রহিন্দুত্ববাদী আদালত।


শেয়ার করুন

0 facebook: