![]() |
স্টাফ
রিপোর্টার।। রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। ফায়ার
সার্ভিস সূত্র জানিয়েছে,
আগুন নিয়ন্ত্রণে তাদের ১৫টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ আগস্ট)
রাত পৌনে ১১টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের
ডিউটি অফিসার আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
আতাউর
রহমান বলেন, ‘লালবাগ
পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় একটি পলিথিন ও প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায়
আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।’ তাৎক্ষণিকভাবে
আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ভবনটির আশপাশের বাসিন্দাদের
নিরাপদে সরিয়ে নিয়েছে বলেও জানান তিনি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত
হতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের ধারণা, ঈদের বন্ধের কারণে হয়তো ভেতরে কেউ নেই।
খবর বিভাগঃ
ঢাকা বিভাগ
ব্যবসা ও বাণিজ্য
0 facebook: