স্বদেশবার্তা ডেস্কঃ ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গান “আমার সোনার বাংলা” তথা জাতীয় সঙ্গীতকে শুদ্ধভাবে চর্চা করতে অনুপ্রাণিত করার লক্ষ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাধীন দেশের সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে উদ্যোগটি বাস্তবায়নের নির্দেশ পেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের এই নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে তাকে।
গত ২২ জানুয়ারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব মুহম্মদ আব্দুল খালেক স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানানো হয়, শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া ও সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজন করতে হবে।
জানা গেছেঃ- স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্তঃশ্রেণি প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে বাছাইকৃত প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে নির্বাচন করা হবে সেরা দল।
খবর বিভাগঃ
জাতীয়
ধর্ম ও জীবন
0 facebook: