09 January 2018

হঠাৎ করে হেফাজতের আমিরের সাথে কানাডিয়ান হাইকমিশনারদের বৈঠক কেন?

স্বদেশবার্তা ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আহমদ শফির সঙ্গে বৈঠক করেছেন কানাডিয়ান ২ সহকারী হাইকমিশনার ব্যারি ব্রিস্টম্যান (কাউন্সেলর রাজনৈতিক) ও জেমস্ স্টোন (প্রধান সচিব, রাজনৈতিক সর্ম্পক)। এদের একজন ভারতে ও অরেকজন বাংলাদেশে কর্মরত আছেন।

সোমবার ওই দুই সহকারী হাইকমিশনার হেফাজত আমির আহমদ শফির সঙ্গে বৈঠকে মিলিত হন। ঘণ্টাব্যাপী বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে বিকাল ৫টার দিকে হাটহাজারী মাদ্রাসায় গেলে কানাডিয়ান সহকারী হাইকমিশনারদের অভ্যর্থনা জানান হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহি। তারা প্রায় দেড়ঘণ্টা পর্যন্ত মাদ্রাসায় অবস্থান করেন।

বৈঠকে কোন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে মঈনুদ্দীন রুহি সাংবাদিকদের জানান, প্রায় ৯০ ভাগ মুসলমানের এ দেশে ভিন্ন ধমালর্ম্বীদের জীবনযাত্রার মান এবং তাদের নিয়ে হেফাজতের অবস্থান, সম্প্রতিক সন্ত্রাসবাদ, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের সর্ম্পক আছে কিনা তা জানতে চান। এ সময় হেফাজতের আমির তাদেরকে নিশ্চিত করেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয় এবং কোনো দলকেও সমর্থন করে না। এছাড়াও দেশ ও রাজনীতি নিয়ে আরও গুরুত্বপূর্ন আলোচনা করেন।

তবে তিনি ইসলামী দলকে পছন্দ করেন এবং ধর্মীয় কোনো ইস্যুতে তাদেরকে সমর্থনও দিয়ে থাকেন বলে হেফাজত আমির সহকারী হাইকমিশনাদের নিশ্চিত করেন বলে ওই কেন্দ্রীয় নেতা জানান। বৈঠকে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহি, অর্থ সম্পাদক হাজী মোজাম্মেল হক, হেফাজত নেতা মাওলানা সাদেক উল্যাহ, মাওলানা আলমগীর, মাওলানা ওয়ালি উল্যাহ, মাওলানা হারুন ও মাওলানা দোলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ছবি সূত্রঃ যুগান্তর


শেয়ার করুন

0 facebook: