13 January 2018

নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেইঃ ওবায়দুল কাদের

স্বদেশবার্তা ডেস্কঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংকটকালীন পরিস্থিতিতে সংলাপ হতে পারে, তবে আগামী নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই

শনিবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপ কেন হবে না, প্রয়োজন হলে হবেকিন্তু এখন নির্বাচনের ব্যাপারে সংলাপের প্রয়োজনীয়তা দেখছি নানির্বাচনের জন্য সংবিধানে যে পথ রয়েছে, সেই অনুযায়ী নির্বাচন হবে

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করলে আবারো মহাভুল করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ীই হবে আগামী নির্বাচন এবং তা হবে নির্বাচন কমিশনের অধীনে তিনি আরও বলেন, আন্দোলনের নামে এবার কোনো আগুন-সন্ত্রাস হলে বাংলাদেশের জনগণ বিএনপিকে মাঠেই প্রতিরোধ করবেএ জন্য কোনো সংলাপের প্রয়োজন হবে নাএবার আর কোনো অচলাবস্থা জনগণকে দিয়ে তৈরি করতে পারবে না তারাআগুন-সন্ত্রাস করে তারা যে ভুল করেছে, সেই ভুলের মাসুল তাদের আরও অনেক দিন দিতে হবে


শেয়ার করুন

0 facebook: