13 January 2018

পবিত্র বোখারি শরীফ পুরো মুখস্থ করার বিরল কৃতিত্ব

স্বদেশবার্তা ডেস্কঃ ওহির সূচনালগ্ন থেকেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করার রীতি চলে আসছেএরই ধারাবাহিকতায় বাংলাদেশসহ সারাবিশ্বে রয়েছেন লাখ লাখ পবিত্র কুরআন শরীফের হাফেজ

রাসুলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফের বিশাল ভাণ্ডার সাহাবায়ে কিরাম রদ্বীয়াল্লাহু তাহালা আনহুম মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কিরাম রদ্বীয়াল্লাহু তাহালা আনহুম নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুখ থেকে হাদিস শরীফ শুনে মুখস্থ করার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেনঅনেকে অবশ্য লিখেও রাখতেন

যা পরবর্তী সময়ে হাদিস শরীফ সংকলকরা তা সংগ্রহ করে বাছাই করে পুস্তকাকারে প্রকাশ করেনসংখ্যাধিক্যের ভিত্তিতে হজরত আবু হুরায়রা (রদ্বীয়াল্লাহু তাহালা আনহুম) বর্ণনা করেছেন ৫ হাজার ৩৭৪খানা হাদিস শরীফতিনি সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন

পবিত্র হাদিস শরীফের সর্বাধিক নির্ভযোগ্য কিতাবের নাম - পবিত্র বোখারি শরীফএই কিতাবে সাত হাজারের মতো হাদিস শরীফ সংকলন করা হয়েছে

হাদিস শরীফ সংকলক ও সাহাবায়ে কিরাম রদ্বীয়াল্লাহু তাহালা আনহুমদের পর পূর্ববর্তী জামানায় অনেক হাফিজে হাদিস থাকলেও এই জামানায় একসঙ্গে হাজার হাজার হাদিস শরীফ মুখস্থ করার দৃষ্টান্ত খুবই কমকিন্তু এই বিরল কাজটি সম্পন্ন করলেন হাফেজ হাবিবুল্লাহ সিরাজী

তিনি সহিহ বোখারি শরীফের ৭ হাজার ২৭৫খানা হাদিস শরীফ (পুনরাবৃত্তি ছাড়া) মুখস্থ করার গৌরব অর্জন করেছেন। সুবহানআল্লাহ

হাফেজ হাবিবুল্লাহ সিরাজী সিরাজগঞ্জের ইসলামনগর পাইকশা গ্রামের মাওলানা ইসমাইল সিরাজী ও আমেনা বিনতে আবু সাইদের পুত্র

তিনি ২০০২ সালে পবিত্র কুরআন শরীফ হেফজ করেছেনহাফেজ হাবিবুল্লাহ সিরাজীর পবিত্র বোখারি শরীফ মুখস্থ করেতে সময় লেগেছে মাত্র ৪২ দিন

২৪ বছর বয়সী এই মেধাবী পবিত্র কুরআনে হাফেজে বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে মাষ্টার্সে অধ্যয়ন করছেন


শেয়ার করুন

0 facebook: