19 January 2018

উগ্রপন্হী হিন্দু চা শ্রমিকদের হামলায় নিহত মুক্তিযুদ্ধার জানাযা আজ


সিলেট প্রতিনিধিঃ গত বুধবার (১জানুয়ারি) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ২ নং পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দিতে উগ্রপন্হী হিন্দু চা শ্রমিকদের আক্রমণে শহীদ হয়েছেন মুক্তিযোদ্ধা ইয়াছিন মিয়া (৬৫)। শহীদ ইয়াছিন মিয়ার জানাযার নামাজ আজ।

জানা যায়, বাগানী উগ্রপন্হী হিন্দুদের হামলায় ইয়াছিন মিয়া গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়(১৭ জানুয়ারী) বুধবার বিকাল ৩.৩০ মিনিটে এই মুক্তিযোদ্ধা ইয়াছিন মিয়া (৬৫) মারা যান।


আজ (১৯জানুয়ারি) শুক্রবার দুপুর ২.৩০ মিনিটের সময় পশ্চিম জামকান্দি জামে মসজিদ মাটে জানাযার নামাজ অনুষ্টিত হবে।


শেয়ার করুন

0 facebook: