ফাইল ছবি |
গতকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন।
জানা যায়, নির্বাচনের দিন রাজধানীসহ সারা দেশের সকল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এ জরুরি সেবা চালু থাকবে। দিনটি সরকারি ছুটি এবং একই সঙ্গে যানবাহনমুক্ত হওয়ায় কর্মস্থল থেকে একটু দূরে থাকা কর্মীরা যাতায়াতের অসুবিধার কথা জানান। অনেকেই তাদের ডিউটি অন্য সহকর্মীর সঙ্গে পরিবর্তন করে নিয়েছেন। কেউ কেউ ভোট দেওয়ার জন্য নিজ এলাকায় ছুটি নিয়ে চলে গেছেন।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন বলেন, ‘আমরা সব সময় জরুরি সেবা দিতে প্রস্তুত থাকি। নির্বাচনকে ঘিরে আমাদের প্রস্তুতি আরও বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আমাদের নির্দেশনাও আছে। শনিবার (২৯ ডিসেম্বর) আমাদের হাসপাতালগুলো স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। এছাড়া আমাদের জরুরি বিভাগ সব সময় খোলা থাকে। জরুরি বিভাগে যারা দায়িত্বে থাকেন তাদের বেশির ভাগই আবাসিক। এছাড়া অনেকেই হাসপাতালের আশেপাশে থাকেন। প্রয়োজনে অ্যাম্বুলেন্সও তৈরি থাকে।’
রাজধানীর সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বলেন, ‘একাদশ নির্বাচনের দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাই সেদিন জরুরি বিভাগ খোলা থাকবে। এছাড়া হাসপাতালের ইনডোর তো সবদিন খোলা থাকে। শুধু আউটডোর বন্ধ থাকবে।’
তিনি আরও জানান, যাদের জরুরি বিভাগে ডিউটি থাকে তারা নিজ নিজ দায়িত্বেই অফিসে আসেন। নির্বাচনের দিন জরুরি বিভাগের চিকিৎসক-নার্স-কর্মীরা কীভাবে অফিসে আসবেন সেটা পরিস্থিতিই বলে দেবে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘নির্বাচন উপলক্ষে জরুরি সেবা নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। আমরা ১৪ সদস্যবিশিষ্ট একটা কমিটি করেছি। বিভাগীয় প্রধান, আবাসিক সার্জন, জরুরি চিকিৎসা কর্মকর্তাসহ যারা ইমার্জেন্সির সঙ্গে জড়িত তাদের নিয়ে আমরা এই টিম করেছি। যেকোনও ধরনের সহিংসতা বা সমস্যায় সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবে।’
তিনি আরও বলেন, ‘সাধারণত একটি অ্যাম্বুলেন্স জরুরি সেবার দিন চালু থাকে। কিন্তু নির্বাচনের দিন দুজন অ্যাম্বুলেন্স চালকের ছুটি বাতিল করা হয়েছে। তারা ওইদিন দায়িত্ব পালন করবেন। তারা প্রয়োজনে রোগী ও চিকিৎসকদের আনা-নেওয়া করবে।’ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাছির উদ্দিন বলেন, ‘সাধারণত আমাদের হাসপাতাল সব সময় প্রস্তুত থাকে। আমরা নির্বাচন উপলক্ষে আমাদের মেডিক্যাল সাপোর্ট সিস্টেমটাকে দুটি ভাগ করে টিম তৈরি করেছি। ফিজিশিয়ান, কনসালটেন্ট, আরপিআরএস সবাইকে নিয়ে একটা টিম তৈরি করেছি। এছাড়া সব বিভাগের প্রধানদের নিয়ে আর একটা উপদেষ্টা মেডিক্যাল কমিটি গঠন করা হয়েছে। যারা পরিস্থিতি অনুযায়ী সবাইকে গাইড এবং সাপোর্ট করবে। এর বাইরে মেডিক্যাল স্টোরের ক্যাপাসিটি বৃদ্ধি করেছি। আমরা পুরোপুরি প্রস্তুত আছি।’
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: