১/১১ এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বপ্রথম দলীয় প্রধান খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি সংস্কারের দাবি তোলেন প্রয়াত আব্দুল মান্নান ভূইয়া ও এম সাইফুর রহমানের নেতৃত্বে দলের বড় একটি অংশ। এজন্য বহিষ্কারও হন কয়েক নেতা।
তখন থেকেই ক্ষমতার বাইরে বিএনপি। ২০১৪ সাল খেকে সংসদেরও বাইরে দলটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির পর আবারও সামনে আসছে দলের সংস্কার প্রশ্ন।
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য দলের শীর্ষ নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিএনপি নেতারা। তাই তৃণমূল থেকে শীর্ষ পর্যায়েও সংস্কার দাবি তাদের। তবে, খালেদা জিয়াকে দলীয় প্রধান হিসেবে রাখার পক্ষে তারা।
শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, সর্বস্তরে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দলের গুণগত পরিবর্তনও আনা জরুরী বলে মত তাদের।
0 facebook: