09 July 2019

নোয়াখালীর সেনবাগে বাড়িতে টিউবওয়েল গ্যাস, জ্বলে উঠল আগুন


জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের উত্তর নলুয়া রেজু মিয়ার বাড়িতে টিউবওয়েল দিয়ে গ্যাস বের হচ্ছে। পরে ওইখানে ম্যাচের কাঠি দিয়ে আগুন দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে।

গতকাল সোমবার রফিকুল ইসলামের টিউবওয়েল স্থাপনের জন্য ৬০ ফুট গভীরে পাইপ বসানোর কাজ শেষ হলে গ্যাস বের হওয়া শুরু হয়।

এ সময় টিউবওয়েল স্থাপনের কাজে নিয়োজিত মিস্ত্রি পানির অতিরিক্ত চাপ দেখে ভয় পেয়ে যান। কোনো রকম চাপ প্রয়োগ ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি বের হচ্ছে।

এ সময় ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে টিউবওয়েলের ওপরে আগুন জ্বলতে থাকে। আগুনের শিখা প্রায় ৭-৮ ফুট ওঠে।

এদিকে গ্যাস বের হওয়ার খবর পেয়ে বিকালে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।


শেয়ার করুন

0 facebook: