09 July 2019

ফিলিস্তিনি বিভিন্ন বাড়ি থেকে ঘুমন্ত ১৩ ফিলিস্তিনিকে তুলে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরাইল কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার মধ্যরাত্রে ফিলিস্তিনি বিভিন্ন বসতবাড়িতে হানা দিয়ে কয়েকঘন্টা ধরে চালানো এক অভিযানে ১৩ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ।- খবর আনাদুল, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

ওই বিবৃতিতে ইসরাইল জানায়, ‘সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে এই ১৩ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে, তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’সূত্র মতে, আটককৃতরা হামাস বা স্বাধীনতাকামী কোনো সংগঠনের দায়িত্বশীল নয়। সবাইকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


শেয়ার করুন

0 facebook: