29 July 2019

বাহরাইনে ২ রাজবন্দির ফাঁসিঃ বিক্ষোভ চলছে, ইরানের প্রতিবাদ


আন্তর্জাতিক ডেস্ক।। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তীব্র বিরোধিতার পরও বাহরাইনের দুই রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের পর বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজ তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ফাঁসি কার্যকরের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

মৃত্যুদণ্ডের শিকার ওই দুই জন হলেন আলি মুহাম্মাদ আল-আরাব ও আহমাদ ঈসা আল-মালালি। একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

তবে আন্তর্জাতিক মহল থেকে বলা হয়েছে, বিরোধীদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে ওই দুই তরুণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বাহরাইনে দুই রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরণের তৎপরতার মাধ্যমে বাহরাইন সংকটের সমাধান সম্ভব নয়।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ জানিয়ে বলেছে, স্বচ্ছ উপায়ে তাদের বিচার সম্পন্ন করা হয় নি। ২০১৮ সালে বাহরাইনের ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করে।

মৃত্যুদণ্ড কার্যকরের একেবারে শেষ মুহূর্তেও জাতিসংঘের পক্ষ তা বাতিলের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা সেটাকে গুরুত্ব দেয় নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করে বলেছে, মৃত্যুদণ্ড এমনিতেই সবচেয়ে নির্মম ও অমানবিক শাস্তি। আর তা যদি হয় অবিচার তাহলে তা লজ্জাজনক।


শেয়ার করুন

0 facebook: