18 August 2019

পোরশা সীমান্ত থেকে বাংলাদেশিকে নিয়ে গেছে ভারতীয় উগ্রপন্থী বিএসএফ

প্রতীকী ছবি
স্টাফ রিপোর্টার।। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে আলমগীর হোসেন (২২) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার সকালে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ঢোকার সময় সীমান্তের ২৩২ নম্বর মেইন পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় ৬০ বিএসএফ ব্যাটালিয়নের কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা।

আলমগীর হোসেন পোরশা উপজেলার চকবিষ্ণুপুর কাটাপুকুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। নওগাঁর ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মুহম্মদ মাসুদ জানান, ওই ব্যবসায়ীকে ফেরত আনতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।


শেয়ার করুন

0 facebook: