মমতা, সোনিয়া, রাহুল। ফাইল ফটো |
আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের গণতন্ত্র বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসে প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত কংগ্রেসের সভাপতি করার প্রস্তাব দিয়েছে ক্ষতমাশীল বিজেপির নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
সে বলেছে, বিজেপির একচেটিয়া রাজত্ব চললে বিপন্ন হবে দেশের গণতন্ত্র। গণতন্ত্র বাঁচাতে ইতালীয়দের (সনিয়া গান্ধি ও তার পরিবারের সদস্যদের ইঙ্গিত করা হয়েছে) তাড়িয়ে ইউনাইটেড কংগ্রেসের সভানেত্রী হোন মমতা।
শুক্রবার টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লেখে, গোয়া ও কাশ্মীরের পরিস্থিতি দেখার পর আমার মনে হচ্ছে, দেশে একটাই দল বিজেপি থাকলে বিপন্ন হবে দেশের গণতন্ত্র। তা হলে কী উপায়? স্বামীর বক্তব্য, ইতালিয়ান ও পরিবারের লোকেরা বিদায় নিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত কংগ্রেসের সভানেত্রী করা হোক। কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া উচিত এনসিপি’রও।
After witnessing Goa and Kashmir, I feel that nation's democracy will weaken if we are left with BJP as a single party. Solution? Ask Italians & progeny to leav. Mamata can then be President of united Congi thereafter. NCP should also follow and merge.— Subramanian Swamy (@Swamy39) July 12, 2019
সম্প্রতি, গোয়াতে ১০ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছে বিজেপিতে। কর্ণাটকেও টলমল অবস্থায় কংগ্রেস। সেই দিকে তাকিয়েই বিরোধী রাজনীতি টিকিয়ে রাখতে এমন পরামর্শ দিয়েছে সুব্রহ্মণ্যম স্বামী।
লোকসভা ভোটে হারের দায় স্বীকার করে ইতোমধ্যেই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছে রাহুল গান্ধী।
অন্যদিকে লোকসভা নির্বাচনে রাজ্যে খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। একই অবস্থা এনসিপির। শরদ পাওয়ারের দলেরও ভরাডুবি হয়েছে।
সুব্রহ্মণ্যম স্বামী যা বলতে চেয়েছে, তার অর্থ হলো- কংগ্রেসের নেতৃত্বের অভাব প্রকট। আবার কংগ্রেস ভেঙে গঠিত তৃণমূল ও এনসিপিও বিপর্যয়ের মুখে পড়েছে। এমতাবস্থায় কংগ্রেসের সঙ্গে মিশে যাক এনসিপি ও তৃণমূল। ইউনাইটেড কংগ্রেসকে নেতৃত্ব দিক মমতা।
লোকসভা ভোটের পর রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিল শরদ পাওয়ার। জল্পনা শুরু হয়েছিল, এনসিপিকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে চায় শরদ। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছে সুব্রহ্মণ্যম স্বামী। তবে সেসময় অন্য ইস্যুতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিল তৃণমূল। সূত্রঃ জিনিউজ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত
0 facebook: