স্বদেশবার্তা
ডেস্কঃ কুখ্যাত
মাফিয়া দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিল গত ৬ জানুয়ারিতে পাকিস্তানের ইসলামাবাদে
মারা যান বলে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ পায়৷ প্রতিবেদনে বলা হয়েছে, তাদের
হাতে একটি অডিও টেপ এসেছে। ওই টেপে শাকিলের মৃত্যু নিয়ে তার গ্যাংয়ের সদস্য বিলাল ও
তার এক আত্মীয়ের মধ্যে কথাবার্তা রেকর্ড করা রয়েছে। তবে এটি নিয়ে এখনও নিশ্চিত হওয়া
যায়নি। তবে শাকিলের মৃত্যু নিয়ে দু’টো
কারণের কথা শোনা যাচ্ছে৷ প্রথম সূত্র বলছে, শাকিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে
রাওয়ালপিন্ডির কম্বাইন্ড মেডিক্যাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা
হয়। আরেকটি সূত্র বলছে,
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই শাকিলকে হত্যা
করার জন্য এক কুখ্যাত গোষ্ঠী ওডেসাকে ব্যবহার করেছে। কারণ তাকে পরিচালনা করা কঠিন হয়ে
যাচ্ছিল।
সংবাদ
মাধ্যমের খবর অনুযায়ী, মারা
যাওয়ার পর দুইদিন মর্গেই পড়ে থাকে শাকিলের মৃতদেহ। তারপর একটি সি -১৩০ পরিবহন বিমানে
করে তাকে করাচিতে আনা হয়। পরে করাচির ডিফেন্স হাউজিং অথরিটির কবরখানায় তাকে কবর দেওয়া
হয়। পরে শাকিলের দ্বিতীয় স্ত্রী আয়েশা ও পরিবারের অন্যান্য সদস্যদের করাচি থেকে লাহোরের
একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেয় আইএসআই। বলা হচ্ছে, শাকিলের ভার্চুয়াল উপস্থিতি ব্যবহার করতেই
তার মৃত্যুর খবর গোপন করতে চায় আইএসআই। এদিকে শাকিলের মৃত্যুর খবরে দাউদ ইব্রাহিম হতাশায়
ভুগছেন। সূত্র বলছে, তাকে
আকাধিকবার হাসপাতালে ভর্তি করার হয় তাদের দাবি, বিশ্বস্ত
সঙ্গীকে হারিয়ে দাউদ ভারত ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: