কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভুষন রায় বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ পদকে মনোনীত হয়েছেন। চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনে দেশের অন্যান্য থানার অফিসারদের সাথে তাকে এ পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
গত সোমবার ঢাকায় পুলিশ সপ্তাহের প্যারেডে তাকে এ ব্যাজ পরিয়ে দেয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে কুলাউড়া, গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী বিনয় ভূষন রায় বিবাহিত জীবনে ২ মেয়ে সন্তানের জনক। তিনি সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা পুলিশ কর্মকর্তা হওয়ার জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন।
খবর বিভাগঃ
অন্যান্য সংবাদ
জেলা সংবাদ
0 facebook: