09 January 2018

খুলনায় ইভটিজিংয়ের অভিযোগে ১২ পুলিশ সদস্য ক্লোজড

স্বদেশবার্তা ডেস্কঃ খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা এলাকায় বোন ও তার সহপাঠীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায়  মঙ্গলবার তারেক মাহমুদ নামে এক যুবককে বেদম মারধর করেছেন বাইনতলা পুলিশ ক্যাম্পের ৫ পুলিশ সদস্যএ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ক্যাম্প ঘেরাও ও বিক্ষোভ করেখবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেনএ ঘটনায় দায়ী ৫ পুলিশ সদস্যসহ ক্যাম্পের ১২ সদস্যকে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে

বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, বাইনতলা পুলিশ ক্যাম্পের নায়েক জাহিদ, কনস্টেবল নাইম, মামুন, রিয়াজ ও আবির ইভটিজিংয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছেএই ৫ জনসহ ক্যাম্পের ১২ জনকেই পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে

পুলিশের হামলার শিকার তারেক মাহমুদ জানান, ক্যাম্পের সামনেই তার দোকানকয়েকজন ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনা তিনি দেখে প্রতিবাদ জানানবিষয়টি তিনি থানার ওসিকে অবহিত করবেন বলেও জানানএতে ক্ষিপ্ত হয়ে ৫ পুলিশ সদস্য তার দোকানে ঢুকে তাকে মারধর এবং দোকান ভাংচুর করেতখন আশপাশের দোকানিরা এগিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালানোর ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়এ ছাড়া তাকে জোর করে ক্যাম্পের মধ্যে নিয়ে আটকে রেখে বেধড়ক মারধর করে

খবর পেয়ে আশপাশের দোকানি ও গ্রামের লোকজন পুলিশ ক্যাম্প ঘেরাও ও বিক্ষোভ করেএ ছাড়া আমীরপুর ইউপি চেয়ারম্যান মিলন গোলদারও সেখানে ছুটে যানতিনি মোবাইল ফোনে বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক মামুনকে বিষয়টি অবহিত করেনওসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হকপুলিশ কর্মকর্তারা আটক তারেক মাহমুদকে ক্যাম্প থেকে মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

এরপর বাইনতলা কলেজিয়েট স্কুলের ৯ জন ছাত্রী বিভিন্ন সময় তাদেরকে পুলিশ সদস্যরা ইভটিজিং করতো বলে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়

খুলনার সহকারী পুলিশ সুপার বদরুদ্দোজা জানান, বাইনতলা পুলিশ ক্যাম্পের ১২ সদস্যকে প্রত্যাহারের পর সেখানে পুলিশ লাইন থেকে নতুন ১২ জনকে পাঠানো হচ্ছে

অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক সমকালকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন এবং এলাকাবাসীর অভিযোগ শুনেছেনএছাড়া তিনি ঘটনার তদন্ত শুরু করেছেনদায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ দিকে আহত তারেক মাহমুদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে


শেয়ার করুন

0 facebook: