স্বদেশবার্তা ডেস্কঃ নেপালে বিমান
বিধ্বস্তে নিহতদের লাশ দেশে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ইউএস-বাংলা
এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বুধবার রাজধানীর বারিধারায় বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম
সাংবাদিকদের এ কথা বলেন।
জিএম জানান,
পুড়ে যাওয়ার কারণে লাশ শনাক্ত করতে সমস্যা হচ্ছে। এ জন্য ডিএনএ পরীক্ষার পদক্ষেপ
নেয়া হয়েছে। তবে ডিএনএ পরীক্ষা একটি দীর্ঘ
প্রক্রিয়া। নেপাল প্রশাসনকে এ ব্যাপারে
আশানুরূপভাবে পাওয়া যাচ্ছে না। এ জন্য দুদেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে বিষয়টি সহজে সমাধান হতে পারে।
তিনি বলেন,
ডিএনএ পরীক্ষা করাতে হলে বাবা, মা, ভাইবোনের যে কারও যেতে হতে পারে। এ জন্য যাদের পাসপোর্ট নেই তারা যোগাযোগ করলে আমরা
নিজ খরচে তাদের পাসপোর্টের ব্যবস্থা করে নিয়ে যাব। এছাড়া আহতদের উন্নত চিকিৎসার জন্য যদি সিঙ্গাপুর নিতে হয় ইউএস-বাংলা নিজ খরচে
নিয়ে যাবে বলেও জানান এ কর্মকর্তা। লাশ কবে নাগাদ দেশে আনা হতে
পারে জানতে চাইলে জিএম বলেন, এটা আমরা বলতে পারব না। তবে লাশ শনাক্ত করতে ডিএনএ
পরীক্ষার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
উল্লেখ্য,
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক
বিমানবন্দরে ইউএস-বাংলার বিমানটি সোমবার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে অবতরণের
কথা ছিল। নামার আগেই এটি বিধ্বস্ত হয়ে
বিমানবন্দরের পাশের একটি খেলার মাঠে পড়ে যায়। বিমানটিতে চারজন ক্রু ও ৬৭ যাত্রী ছিল। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায়
২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২১ জন।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: