28 April 2018

সরকারি অফিসে প্রিপেইড মিটার চালু করা হবেঃ নসরুল হামিদ


স্বদেশবার্তা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিলের ফাঁকি ঠেকাতে ভবিষ্যতে সরকারি অফিসে প্রিপেইড মিটার চালু করা হবেভবিষ্যতে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ করার লক্ষ্যে আমাদের প্রস্তুত থাকতে হবেসুতরাং আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগ করার মানসিকতাও থাকতে হবেএছাড়া এলপি গ্যাসের মান নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ণ করা হবে

শুক্রবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিজ্ঞান বিষয়ক সংগঠন বিজ্ঞানের জন্য ভালোবাসাআয়োজিত চার দিনব্যাপী বিজ্ঞান উৎসব- ২০১৮এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের উৎসব বিজ্ঞান ভীতি দূর করার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করবেমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার জন্য বিজ্ঞান উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেশিক্ষার্থীদেরকে সত্যিকারের বিজ্ঞানীদের মতো করে চিন্তা এবং গবেষণা করতে এই ধরনের উৎসব সহায়ক ভূমিকা রাখে

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক ড. মো. কায়কোবাদ ও বাংলাদেশ ফ্রিডম


ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখএ উৎসবে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন


শেয়ার করুন

0 facebook: