23 May 2018

বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১০


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ু রাজ্যে মঙ্গলবার একটি কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশএতে দুই নারীসহ ১০জন নিহত হয়েছেনআহত হয়েছেন ৬৫জনটাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে ১২জন নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভটির ১০০তম দিন ছিল মঙ্গলবারবিক্ষোভের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেপরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিপেটা করে পুলিশএরপর গুলি চালালে ১০জন নিহত হয়আহত হয় ৬৫জনআহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিসামিসরকারে পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়এ ছাড়া আহতদের পরিবারকেও অর্থ সহায়তার ঘোষণা দেন মুখ্যমন্ত্রীজানা গেছে, গত ফেব্রুয়ারি মাস থেকে চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে স্টেরলিট কপার কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছে স্থানীয়রাবার্ষিক চার লাখ টন কপার উৎপাদনে সক্ষম কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ রয়েছেবিক্ষোভের কারণে গত ৫০ দিনের বেশি সময় ধরে কারখানাটি বন্ধ আছে

এর আগে ২০১৩ সালে আদালতের নির্দেশে কারখানাটি দুই মাসের বেশি বন্ধ রাখা হয়েছিলপ্রসঙ্গত, কারখানাটি যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ভেদানতা রিসোর্সের মালিকানাধীন প্রতিষ্ঠান

সম্প্রতি স্থানীয় পরিবেশ নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়ম না মানায় আগামী ৬ জুন পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেয় আদালততবে স্থানীয় বাসিন্দাদের দাবি কারখানাটি যাতে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়


শেয়ার করুন

0 facebook: