কুলাউড়া
প্রতিনিধিঃ নিজের নানা অপকর্ম ঢাকতে মৌলভীবাজার জেলার, কুলাউড়া উপজেলার “কুলাউড়া
প্রেসক্লাব”র
ভুয়া সভাপতির পদ ব্যবহার করছেন আজিজুল ইসলাম নামে এক সংবাদকর্মী।
সরেজমিনে
জানা যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একমাত্র নিবন্ধিত প্রেসক্লাব “কুলাউড়া
প্রেসক্লাব” অবৈধভাবে
ভুয়া সভাপতি পদ ব্যবহার করছেন আজিজুল ইসলাম নামে এক সংবাদকর্মী। এমন অভিযোগে কুলাউড়ার
গনমাধ্যম কর্মীসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অনেকদিন
থেকে কুলাউড়ায় ওই সংবাদকর্মী নানা সময় তার অপকর্ম ঢাকতে “কুলাউড়া
প্রেসক্লাব”র
নাম ব্যবহার করে আসছেন।
জানা
যায়, “কুলাউড়া
প্রেসক্লাব” ১৯৯৪
সালে আবেদন করে ২০০০ সালে নিবন্ধন লাভ করে। যাহার রেজি: নং-এস ২৩৩০(১৭৩)/২০০০খ্রী:, সভাপতি
এম. শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ।
সম্প্রতি
একটি ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে জড়িত করে হুমকী
প্রদানের বিষয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁদা ছোড়াছোড়ি শুরু হয়। এক পর্যায়ে
সংবাদকর্মী আজিজুল ইসলাম নিজেকে কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি দাবী করে আইনের আশ্রয়
নেয়ার চেষ্টা করেন। কুলাউড়া প্রেসক্লাবে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সিদ্ধান্ত
গৃহীত হয়েছে উল্লেখ করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করেন যার আদতে কোন ভিত্তিই নেই। এদিকে
কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক খালেদ পারভেজ
বখস এবিষয়ে কিছুই জানেন না বলে জানান।
উপজেলা
আল-ইসলাহ’র
সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান
সাহেদ জানান, আল্লামা
সাহেব ক্বিবলাহ ফুলতলীর সংগঠন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কুলাউড়া উপজেলা শাখাকে জড়িয়ে
একটি ভিত্তিহীন সংবাদ তার লোকাল অনলাইন নিউজ পোর্টলে প্রকাশ করেন আজিজুল ইসলাম। সে
বিষয়টি সুরাহা করতে উনার সাথে দেখা করতে যাই । তখন আমার সংগঠনের আরও তিন জন নেতাকর্মী
আমার সাথে ছিলেন। বাক-বিতন্ডার এক পর্যায় আজিজুল ইসলাম উত্তেজিত হয়ে আমাদের পীর মুর্শিদ
ছাহেব কিবলাহ আল্লামা ফুলতলি (র:) এর ছেলেকে জড়িয়ে কটুক্তি করেন। এসময় রবিরবাজার আলিম
মাদ্রাসার শিক্ষক মাওলানা মখলিছুর রহমান, কাজী এহসানুল মাহবুব জাকির, তালামীয
নেতা ফয়জুর রহমান শাহীন এর প্রতিবাদ করেন। তখন আমি তাৎক্ষনিক বাকবিতন্ডার সমাধান করে
দেই। বিষয়টির সমাধানের পর তাহাকে চায়ের দাওয়াত দিয়ে আসি।
উপজেলা
আল-ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জাকির এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে
গনমাধ্যম কর্মীদের জানান,
২৫ শে জুন সোমবার একটি অনলাইনে আনজুমানে আল ইসলাহ'র নামে
ত্রাণ বিতরণের মিথ্যা, ভিত্তিহীন
সংবাদ প্রচার করে। প্রেস রিলিজ দিতে হলে সংগঠনের সাধারন সম্পাদক অথবা দপ্তর সম্পাদক
কতৃক সাক্ষরিত দলীয় পেডে দিতে হয় তা না করে সংগঠনের নামে ভুয়া নিউজ প্রচার করেন, যা সংগঠনের
ভাবমুর্তি ক্ষুন্ন হয়। আজিজুল ইসলামের সাথে কথা বলার এক পর্যায় তিনি আমাদের পীর ও মুরশিদ
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ এবং বড় ছাহেব কিবলাহ কে নিয়ে অশালিন মন্তব্য করে।
এবিষয়ে
কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. খালেদ পারভেজ বখস বলেন, কুলাউড়ায়
একটাই প্রেসক্লাব। যার রেজি. নং- এস ২৩৩০(১৭৩)/২০০০। যারা কুলাউড়া প্রেসক্লাবের নাম
ব্যবহার করে উদ্বোট সংবাদ প্রচার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখী করবে আমরা
তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবো।
এবিষয়ে
কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী বলেন, আমাকে
কোন জনপ্রতিনিধি হুমকী দেয় নি। আমি বহাল তবিয়তে আমার দৈনন্দিন কর্ম পরিচালনা করছি।
এসব ভুয়া-বানোয়াট বিষয় নিয়ে আমি প্রশাসন এবং জনসাধারণকে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ
জানাচ্ছি।
খবর বিভাগঃ
অপরাধ
মৌলভীবাজার
0 facebook: