06 July 2018

কে কী করছেন সব খবর আমার কাছে আছে

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ দলের সংরতি আসনের মহিলা এমপিদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাএকই সঙ্গে নির্বাচিত এমপি ও মনোনয়নপ্রত্যাশীদের পরস্পরের মধ্যে বিষোদগার না করারও নির্দেশ দেন তিনিপ্রধানমন্ত্রী এমপিদের সতর্ক করে বলেছেন, কে কী করছেন সব খবর আমার কাছে আছেএ ছাড়া আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে দলের এমপিদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সভাকে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এসব নির্দেশনা দেনন তিনিবৈঠক থেকে আগামী রোববার সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল পাস হওয়ার আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের সংবিধান সংশোধনীর ভোটিং প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিতভাবে তুলে ধরেন বলে জানা গেছে

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ প্রতিবেদককে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দলের সংরতি আসনের নারীদের এলাকায় গিয়ে খবরদারি না করার নির্দেশনা দিয়ে বলেন, অনেক নারী সংসদ সদস্য তার নিজের এলাকা বা তার জন্য নির্ধারিত নির্বাচনী এলাকায় গিয়ে খবরদারি করেনএ তথ্য আমার কাছে এসেছেএ ধরনের খবর আমি আর শুনতে চাই নাকেউ এলাকায় গিয়ে খবরদারি করবেন না
তিনি বলেন, অনেক এলাকায় সংসদ সদস্য ও যারা নতুন করে মনোনয়ন চাচ্ছেন তারাও একে অপরের বিরুদ্ধে কথা বলেনএ ধরনের ঘটনা দ্বিতীয়বার শুনতে চাই নাযিনি এমপি তারও এলাকায় গিয়ে কথা বলার অধিকার রয়েছেযিনি মনোনয়ন চান তারও সেই অধিকার আছেপরস্পরের মধ্যে দোষারোপ না করে সবাইকে জনগণের দুয়ারে যেতে হবেসরকারের উন্নয়নের কথা তুলে ধরে ভোট চাইতে হবেতৃণমূলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে
সংসদ সদস্যদের উদ্দেশ্য করে দলীয় প্রধান বলেন, যারা এখন সংসদ সদস্য আছেন তারাই যে মনোনয়ন পাবেন বিষয়টি তা নয়অনেকে বাদ পড়বেনকে কী করছেন সব খবর আমার কাছে আছেনতুন অনেকে মনোনয়ন পাবেনআমরা জনপ্রিয়তা দেখে নমিনেশন দেবোতবে যাকে নমিনেশন দেবো তার জন্য সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে
একাদশ সংসদ নির্বাচনে বিএনপি আসবে এমন ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবেএতে সব রাজনৈতিক দল অংশ নেবেএ বিষয়টি মাথায় রেখে সেভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে

বৈঠকে সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান সংসদের মেয়াদ ১০ বছর করার প্রস্তাব করলে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেনবৈঠকে একজন নারী সংসদ সদস্য সরকারের উন্নয়ন কর্মসূচির ক্রেডিট ডিসি বা এসপিরা নেয় বলে অভিযোগ করলে প্রধানমন্ত্রী বলেন, তাতে কোনো অসুবিধা নেইসরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তাদেরও তো অংশগ্রহণ রয়েছে

আগামী রোববার জাতীয় সংসদে সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল পাস হতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের ভোটিং সম্পর্কে নির্দেশনা দেন
সংরতি নারী আসনের নির্বাচনের বিধি আরো ২৫ বছর বাড়িয়ে গত ৮ এপ্রিল সংসদে সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৮সংসদে উত্থাপন করা হয়পরে গত ৬ জুন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিলটি পাসের সুপারিশ করে রিপোর্ট উত্থাপন করেন

বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে বিদ্যমান নারী আসনের মেয়াদ শেষ হবেফলে সপ্তদশ সংবিধান সংশোধনী বিল পাস হলে পরবর্তী সংসদ থেকে তার মেয়াদ ২৫ বছর হবে


শেয়ার করুন

0 facebook: