14 July 2018

চীনে মুসলিম নারীদের বোরকা কেটে দিচ্ছে পুলিশ


আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পুলিশ দেশটির মুসলিম নারীদের ওপর নতুন ধরনের নির্যাতন শুরু করেছেদেশটির উইঘুর শহরে রাস্তায় কোনো নারীর পরনে বোরকা বা এ সদৃশ পোশাক দেখলেই কেটে ফেলছে তারা

সংবাদ সংস্থা ইয়ানি শাফাক তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, রমজান মাসে চীনে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছেএর পর থেকেই রাস্তায় কোনো নারীকে বোরকা পরিহিত অবস্থায় দেখলেই তা কেটে ফেলছে দেশটির পুলিশ

দীর্ঘদিন ধরেই দেশটির উইঘুরে মুসলিমদের উপর নির্যাতন করে আসছে পুলিশরোজা রাখার পাশাপাশি শহরে মুসলিম প্রথা অনুযায়ী শিশুদের নাম রাখতেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন

ডকুমেন্টিং এগেইনিস্ট মুসলিম (ডিওএম) নামক একটি সংগঠন জানিয়েছে, উইঘুরে রাস্তার মাঝখানে শত শত পুরুষের সামনে মুসলিম নারীদের বোরকা কেটে দেওয়া হচ্ছেছোট করে দেওয়া হচ্ছে পোশাকএকটি ধর্মীয় অনুভুতিতে আঘাত ব্যতীত কিছু নয়


শেয়ার করুন

0 facebook: